Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, তেরখাদা, খুলনা নিম্নোক্ত প্রকল্প/কর্মসূচীসমূহ বাস্তবায়ন করে আসছে:

  • মূল কর্মসূচী: কৃষকদের সংগঠিত করে ৪৫(পঁয়তাল্লিশ) টি কৃষক সমবায় সমিতি গঠন করা হয়েছে। যার সদস্য সংখ্যা ৯৩৯ জন, সদস্যদের মাসিক ভিত্তিতে পেশাগত প্রশিক্ষণ প্রদান সহ তাদের মাঝে ফসলী ও মাছ চাষে ঋণ বিতরণ করে তাদেরকে স্বাবলম্বি করা হয়েছে এবং জাতীয় উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
  • সদাবিক: গ্রামের বিত্তহীন পুরুষ ও মহিলাদেরকে সংগঠিত করে তাদের স্বাবলম্বি করনের জন্য বিভিন্ন আয়বর্ধন মূলক কর্মকান্ডে ঋণ বিতরনের মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে।
  • পল্লী প্রগতি কর্মসূচী: গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্ংগঠিত করে ঋণ প্রদারনর মাধ্যমে দারিদ্র বিমোচনে বলিষ্ঠ ভূমিকা রাখছে।
  • বীর মুক্তিযোদ্ধা কর্মসূচী: বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের স্বাবলম্বি করনের জন্য নাম মাত্র সেবামূল্যে বিভিন্ন আয়বর্ধন মূলক কর্মকান্ডে ঋণ বিতরনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।
  • আদর্শ গ্রাম প্রকল্প-২: গ্রামের ভূমিহীন পুরুষ ও মহিলাদেরকে সংগঠিত করে তাদের স্বাবলম্বি করনের জন্য বিভিন্ন আয়বর্ধন মূলক কর্মকান্ডে ঋণ বিতরনের মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে।